হবিগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে চা শ্রমিকদের কর্মবিরতি এরিয়া অর্থ-বোনাস, উৎসব ভাতা, পিএফের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ইমাম ও বাওয়ানী বাগানের চা শ্রমিকরা। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ওই উপজেলার রোকনপুর বাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন করেন শ্রমিকরা।

বালিশিরা ভ্যালির চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুভাষিশ দাস বলেন, উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানের ৩৬০ জন শ্রমিকের ২০১৯-২০ ও ২০২১-২২ অর্থ বছরের এরিয়া অর্থ বাবদ বকেয়া ৮১ লাখ ৫৯ হাজার টাকা, এরিয়া বোনাসের ১৪ লাখ ৪৭ হাজার টাকা, চা বাগান শ্রমিক ভবিষ্যত তহবিলের (পিএফ) ৫৫ লাখ ৮৯ হাজার টাকা মালিক পক্ষ পরিশোধ করছে না। এছাড়া চা শ্রমিকদের রোদ-বৃষ্টিতে বাসস্থানে অবস্থান করতে দুর্ভোগ পোহাতে হয়। ডাক্তার না থাকায় চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *