পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় দেড় বছরের সাজা প্রাপ্ত সহ ৯ পরোয়ানা আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফার ব্যক্তিরা হলেন, দেলুটি ইউনিয়নের দেড় বছরের সাজার আসামি মিন্টু মোড়ল (৫৫), চাদখালী ইউনিয়নের গজালিয়ার পরোয়ানার আসামি রেজাউল মোড়ল(৩৮), লতা ইউনিয়নের পুতলাখালী জহুর আলীর ছেলে লাভলু গাজী(২৮), হরিঢালীর সোবান নিকারীর ছেলে ফজর আলী নিকারী(৩৬), একই এলাকার আকছেদ আলীর ছেলে আক্তার হোসেন(৪৫), গদাইপুর ইউনিয়নের আনারুল সানার স্ত্রী সোনিয়া বেগম, হরিঢালী ইউনিয়নের মামুদ কাটি গ্রামের গুরুপদ মন্ডলের স্ত্রী বন্ধনা মন্ডল, মোহম্মদ আলীর স্ত্রী রোকেয়া, শান্ত কুমার মন্ডলের স্ত্রী সরস্বতী রানীকে গ্রেফতার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় থানা পুলিশের অভিযানে সাজা সহ ৯ পরোয়ানা আসামী গ্রেফতার

Leave a Reply