স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিখোঁজের চার দিন পর মাসুমা নামের দুই মাস বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (০৩ জুলাই) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া গ্রামের একটি খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু মাসুমা গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের আরিফ হাওলাদারের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: খায়রুল আলম জানান, গত ৩০ জুন রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মাসুমা। এরপর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহত শিশুর মা ববিতা খানম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আজ সোমবার (০৩ জুলাই) বিকালে বাড়ির পাশের খালে কচুরিপানার মধ্যে ওই শিশুর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তবে কে বা কার কি কারনে ওই শিশুকে হত্যা করেছে তার কারণ জানাতে পারিনি পুলিশ। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। #
Leave a Reply