May 11, 2025, 6:43 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী আহনাফ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার ০৩ জুলাই) দুপুরে উপজেলার বান্ধাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার আমির হামজা ও ফাতেমা হাওলাদারের ছেলে।
নিহত শিশুর মা ফাতেমা হাওলাদার জানান, তার ছেলে আহনাফ বাড়ীর উঠানে খেলতে ছিল। এসময় পরিবারের সকলের অজান্তে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে শিশুটি কে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
তিনি আরো জানান, স্বামী আমির হামজার সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ায় সে তার সন্তানকে নিয়ে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের বাবার বাড়ীতে থাকতেন। #