January 15, 2025, 12:45 pm
প্রেস বিজ্ঞপ্তি।
নেদারল্যান্ডস আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে-জানানো হয় যে, গত ১২ জুন ২০২৩, ইউরোপীয়ান পার্লামেন্টের ছয়জন এমপি, বাংলাদেশের মানবাধিকার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ কয়েকটি বিষয়ে-“ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি/ ইউরোপীয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জনাব জোসেপ বোরেলের নিকট চিঠি লিখেছেন। যা-বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়। এর প্রতিবাদে এবং তাদের বিবৃতি প্রত্যাহারের দাবীতে-গত ২৪ জুন, জনাব জোসেপ বোরেলের নিকট একটি স্মারকলিপি প্রেরণ করেছে, নেদারল্যান্ডস আওয়ামী লীগ।এতে-স্বাক্ষর করেছেন, এই সংগঠনের ভারপ্রাপ্ত-সভাপতি জনাব এমরান হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান।
উক্ত স্মারকলিপিতে-উল্লেখ করা হয় যে, সংশ্লিষ্টদের বিবৃতি মোটেই তথ্যভিত্তিক নয় এবং অতিরঞ্জিত। তাদের বিবৃতি অবশ্যই-স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যান্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। এবং একটি স্বাধীন দেশের সংবিধানের ওপর হস্তক্ষেপ-করা হয়েছে, এই কথাগুলোও ঐ স্মারকলিপিতে উল্লেখ করা হয়। সেখানে-আরো উল্লেখ করা হয় যে, বাংলাদেশ তথা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপ্রচার-প্রোপাগান্ডার জন্য বিশ্বজুড়ে বিএনপি-জামাতের যে, লবিষ্ট ফার্ম রয়েছে, সংশ্লিষ্টদের বিবৃতি ঐ ধারাবাহিকতারই অংশ।
আরো উল্লেখ করা হয় যে, স্বাভাবিক ভাবে বিশ্বের প্রত্যেক দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়-স্ব স্ব দেশগুলোর সংবিধান অনুযায়ী। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। বাংলাদেশের আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে, নিজ দেশের সংবিধান অনুযায়ী। এতে-বহির্বিশ্বের কারো হস্তক্ষেপ যেমন কাম্য নয়-তেমনি গ্রহণযোগ্যও নয়। সংশ্লিষ্টদের বিভ্রান্তিমূলক ঐ বিবৃতি প্রত্যাহারের জন্যও অনুরোধ জানানো হয়েছে। চারপৃষ্টাব্যপী ঐ স্মারকলিপিতে-বাংলাদেশের বিভিন্ন বিষয়ও তুলে ধরা হয়। নেদারল্যান্ডের প্রবাসী বাংলাদেশী হিসেবেই ঐ স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র যাতে-দীর্ঘজীবী হয়, সেজন্যও স্মারকলিপিতে-“ইউরোপীয়ান ইউনিয়নের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উচ্চ প্রতিনিধি/ ইউরোপীয়ান কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জনাব জোসেপ বোরেলের সুদৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বার্তাপ্রেরকঃ মোস্তফা জামান
সাধারণ সম্পাদক
নেদারল্যান্ডস আওয়ামী লীগ।