তরুণ মডেল মুবিনুল হকের প্রকাশিত হলো “পরদেশী প্রেম”

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:

চলতি সময়ের জনপ্রিয় তরুণ মডেল-অভিনয়শিল্পী মোঃ মুবিনুল হকের প্রকাশিত হলো পরদেশী প্রেম। এর’ই মধ্যে তিনি বেশকিছু মিউজিক ভিডিও সহ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফটোশুট, ম্যাগাজিন, বিল বোর্ডের মডেল হয়েছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছেন জনপ্রিয় তরুণ অভিনয়শিল্পী মুবিনুল হকের “পরদেশী প্রেম” শিরোনামের গানের মিউজিক্যাল ফিল্ম। গানটিতে কণ্ঠ দিয়েছেন সকলের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি।

এ প্রসঙ্গে অভিনয়শিল্পী মুবিনুল হক বলেন, ছোটবেলা থেকে’ই আমার মিডিয়ার প্রতি বেশ আগ্রহ ছিল। পরে আমি ধীরে ধীরে আমার সেই স্বপ্নের পথে পা বাড়াই। এর’ই মধ্যে দিয়ে আমার সে স্বপ্ন গুলো পূরণও হয়েছে। সামনে’ই আমার বেশকিছু ভালো ভালো অভিনয় আসতেছে আশা করি আপনারা সকলেই দেখবেন। আগামীতে নিজেকে চলচ্চিত্র ও নাটকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে ছুটে চলছি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পছন্দের কিছু উপহার দিতে পারি।

এই জনপ্রিয় অভিনয়শিল্পী মুবিনুল হক তার নতুন গানটি নিয়ে সকলের কাছে অনেক অনেক আশাবাদী। তার ভাষ্য “পরদেশী প্রেম” গানের ভিডিওতে তার অভিনয় গুলো আপনাদের সকলের’ই পছন্দনীয় হবে মনে করেন অভিনয়শিল্পী মুবিনুল হক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *