রফিকুল ইসলাম ঃ
স্লাম জুয়েলার্স এসিষ্টান্স ফাউন্ডেশনের উদ্যোগে আইসিটি ডিভিশনের সহযোগিতায় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে শিক্ষিত বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেছেন, চরমোন্তাজ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সজল কান্তি দাস।
শনিবার (১ জুন, ২০২৩ খ্রিঃ ) সকাল ১১ টায় চরমোন্তাজ এ সত্তার মধ্যমিক বিদ্যালয়ের হল হলরুমে প্রাঙ্গণে কম্পিউটার প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, এ্যাড.জসিম উদ্দিন খান, জজ কোর্ট পটুয়াখালী।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক কে.এম. রুবেল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভি ও যায়যায়দিন প্রত্রিকার প্রতিনিধি, আইয়ুব খান।
এতে বক্তব্য রাখেন, বেশ কয়েকজন প্রশিক্ষণার্থী।
চরমোন্তাজ ৪ নং স্লুইস বাজারে ট্রেনিং সেন্টার স্থাপনের মাধ্যমে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ করে সার্টিফিকেট পাবে স্লাম জুয়েলার্স এসিষ্টান্স ফাউন্ডেশনের এমন উদ্যোগে খুশি প্রশিক্ষণার্থীরা ।
এসময় প্রশিক্ষক মোঃ কবির হোসেন বলেন, স্লাম জুয়েলার্স এসিষ্টান্স ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষিত বেকার যুবক-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এতে করে তারা প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন।
প্রধান অতিথি সজল কান্তি দাস বলেন, জ্ঞান অর্জনের জন্য কম্পিউটার প্রশিক্ষণ নেয়া আবশ্যক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তর করতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিত যুবক-তরুণীদের মধ্যে নতুন চেতনা আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply