খাপাজেপ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নীলোৎপল খীসা

রিপন ওঝা,খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য নীলোৎপল খীসা।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী চিকিৎসা জনিত কারণে
২৮জুন হতে ১২জুলাই, ২০২৩ খ্রি: পর্যন্ত সিঙ্গাপুর অবস্থান করবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জিও ২৯. ০০. ০০০০ .২১৪.২৪.২২৮.২০১৯-৬৬, ১৩জুন, ২০২৩খ্রিস্টাব্দ মোতাবেক বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান চিকিৎসা জনিত সফরকালীন সময়ে বা চেয়ারম্যান কর্মস্থলে ফিরে না আসা পর্যন্ত পরিষদ সদস্য নিলোৎপল খীসা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নীলোৎপল খীসা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন কালে আর্থিক বিষয় ব্যতিত চেয়ারম্যানের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবেন।

তিনি একাধারে নীরেট ভালো দক্ষ একজন সৎ মানুষ। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। তিনি সাবেক মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচনী মাঠে ছিলেন। তিনি ইতিপূর্বে পানছড়ি কলেজের অধ্যাপক হিসেবে চাকরি জীবন সম্পন্ন করেন।

তাঁর জন্মস্থান মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়সেনপাড়ায়।

নীলোৎপল খীসা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় মহালছড়ি উপজেলা বাসী খুবই খুশি হয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *