তানোরে ১২ ঘন্টার ব্যবধানে সড়কে ঝরলো দুই প্রাণ

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে ইদের আগের রাতে ও ইদের দিন সকালে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছে।
জানা গেছে, ২৯ জুন বৃহস্প্রতিবার তানোর-মুন্ডুমালা সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের প্রাণপুর পাঠাকাটা গ্রামের মৃত হাজি মনির উদ্দীনের পুত্র। এঘটনায় আহত হন আরো তিনজন। তারা হলো তানোর পৌর সদরের কুঠিপাড়া মহল্লার লিয়াকত আলীর পুত্র সাব্বির (১৬) ও কন্যা লিজা (১৮) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র তফিকুল আলম (১৫)। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ২৮ জুন বুধবার দিবাগত রাতে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের যোগিশো মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবুল হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার গুবিরপাড়া গ্রামের মৃত আরশেদ আলীর পুত্র। এঘটনায় অপর মোটরসাইকেল আরোহী তানোর সদরের তানোরপাড়া মহল্লার মৃত ইসরাইল হোসেনের পুত্র রাফিকুল (৪৬) ও পথচারী যোগিশো গ্রামের লোকমানের পুত্র রাজিব (৩০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান,পাকা সড়কে মাটি পড়েছিল। একটু বৃষ্টিতে মাটি ভিজে কাঁদা সৃষ্টি হওয়ায় কাঁদায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দুর্ঘটনাই ঘটেছে। তারা বলেন, এর দায় এড়াতে পারে না অবৈধ ভেঁকু দালালেরা। যারা মাটি বানিজ্যে করে রাস্তা ঝুঁকিপূর্ণ করেছেন।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *