দোয়ারাবাজার প্রতিনিধিঃ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুঁশি,দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, আগামী উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী, দোয়ারাবাজার উপজেলা গণফোরামের আহবায়ক কাজী মো, ফয়েজ মিয়া।
মঙ্গলবার রাতে এক লিখিত বার্তায় তিনি জানান, গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন ও দলীয় দিকনির্দেশনায় আগামী দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর কাজী পরিবারের সন্তান।
শুভেচ্ছা বার্তায় কাজী মো, ফয়েজ মিয়া বলেন, আসছে আগামী ২৯জুন বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল আযহা, তাই বিশ্ব মুসলিম তথা বাংলাদেশ ইসলামধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মুমিনের জীবন। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান রইল ।পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার
সর্বস্তরের সকল জনগণ কে, প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। ঈদ মোবারক সবাইকে।

Leave a Reply