সুজানগরের বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে চাল বিতরণ

এম এ আলিম রিপন,সুজানগর ঃ আসন্ন ঈদ উৎসবের আনন্দে রাঙিয়ে দিতে সুজানগর উপজেলার বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে মানবিক সহায়তা হিসাবে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনই সাধারণ জনগণের পাশে থাকে কাজ করে থাকে । আর অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *