মহালছড়িতে স্মাট দেশ গড়তে ট্যাব বিতরণ

রিপন ওঝা, মহালছড়ি

মহালছড়িতে ২৭জুন রোজ মঙ্গলবার শেখ হাসিনার উপহার স্মার্ট শিক্ষা সামগ্রী “স্মার্ট ট্যাব” বিতরণ করা হয়েছে।

আজ মহালছড়ি উপজেলার টাউনহলে প্রধান অতিথি মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা’র উপস্থিতিতে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণাক্রমে স্মার্ট বাংলাদেশ গড়তে ধারাবাহিকতায় ৯টি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ১৬২শিক্ষার্থীদের মাঝে “স্মার্ট ট্যাব” বিতরণ করা হয়েছে।

উক্ত এ মহতী কর্মসূচি সুইহ্লাঅং রাখাইন পিপলু সঞ্চালনায় জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা(মূর্ত বাবু), উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি কমিশনার মোঃ আব্দুলাহ খাইরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক- ক্রা এ এ এগ্রো ফার্মের কর্ণধার হ্লাশিং মং চৌধুরী, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দীপক সেন ও সাবেক সাধারন সম্পাদক মিল্টন চাকমা, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমং মারমাসহ এমপিওভুক্ত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীগণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *