ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাই শাহজাহান (৪০) এর হাতে বড় ভাই আঃ কদ্দুছ আহত হয়েছে অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) বিকাল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। তারা মৃত হোসেন আলীর পুত্র।
অভিযোগ সূত্রে জানা গেছে, ছোট ভাই শাহজাহান এর স্ত্রী আক্তারা খাতুন রাধাকানাই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার। ক্ষমতার দাপট দেখিয়ে স্বামী শাহজাহান কে সাথে নিয়ে কিছু যাবত পারিবারিক তুচ্ছ ঘটনায় ভয়ভীতি অব্যাহত রেখেছে। ঘটনার দিন ২৪ জুন বিকাল ৪টার দিকে বাদী বাড়ী হতে দোকানে যাওয়ার সময় কৈইরামুলের ঘাট পৌঁছামাত্র দেশিয় অস্ত্র নিয়ে বাদীর পথরোধ করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা দা দিয়ে আঘাত করলে কানে লাগিয়া গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এই ঘটনায় ফুলবাড়ীয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
ফুলবাড়ীয়া থানার এস আই ফেরদৌস বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলবাড়িয়ায়র পলাশতলীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আহত

Leave a Reply