পটুয়াখালীর পায়রাসহ সব সমূদ্র বন্দর ৩ নম্বর সতর্ক সংকেত

এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

গত দুইদিনে জেলার কলাপাড়া উপজেলার আবহাওয়া অফিস সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছেন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। যার প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

এদিকে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। এজন্য উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রাসহ সব সমূদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে আলীপুর-কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, আবহাওয়া অফিস থেকে সতর্ক সংকেত পাওয়ার পরে মহিপুর শিব্বারিয়া নদীতে সমুদ্রে মাছধরা অনেক ট্রলার আশ্রয় নিয়েছে। বাকি মাছ ধরার ট্রলার কিনারে চলে আসছে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *