জমি ক্রয় করে ১৪লক্ষ টাকা মেরে দিলেন যেভাবে

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় পঞ্চগড়ে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)- এর নামে জমি ক্রয়ে সংগঠনটির প্রায় ১৪ লাখ টাকা তছরুপ করা হয়েছে। দলিলে প্রকৃত বাজার মুল্যের চেয়ে অনেক বেশি মুল্য উল্লেখ করে এ টাকা সংশ্লিষ্টদের মধ্যে ভাগবাটোয়ারা হয়েছে। এমন গুঞ্জন ছড়িয়েছে এলাকায়।

এদিকে এ ঘটনায় কালব সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। টাকা ফেরতসহ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(কালব্) এর নিজস্ব ভবনের জন্য চার শতক জমি কেনা হয়েছে। জমিটি প্রকৃতপক্ষে ৬৬ লাখ টাকায় ক্রয় করলেও দলিলে ৮০ লাখ টাকা দেখানো হয়েছে।

জমিটি ক্রয়-বিক্রয় সমন্বয়কারী ব্যক্তিদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, প্রতি শতক জমি সাড়ে ১৬ লাখ টাকা করে নেওয়া হয়েছে। গত ১৩ জুন শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নামে পঞ্চগড় সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে ৩৭৪৩ নং দলিল মুলে রেজিস্ট্রি করে দেন ঢাকা কেরানীগঞ্জ আগ্রা নগর এলাকার মৃত হাজী ইসরাইলের ছেলে মো.মনির হোসেন।

ওদিকে পঞ্চগড় মৌজার কাঁচাবাজার এলাকার চান্দা ট্রান্সপোর্ট সংলগ্ন এলাকার ওই জমির আশেরপাশের রাশেদ, মামুনসহ একাধিক লোক জানান, এখন এ এলাকার জমির দর শতক প্রতি সর্বোচ্চ ১২ থেকে ১৪ লাখ টাকা। তবে মহাসড়ক সংলগ্ন হলে ২০-২২ লাখ টাকা শতক।

পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপক মাথিয়াস মার্ডি বলেন, ৮০ লাখ টাকায় জমিটি নেওয়া হয়েছে বলে শুনেছি । তবে মোট কত খরচ হয়েছে, সেটা জানি না।

জমি ক্রয় কমিটির আহবায়ক আব্দুল আজিজ জানান, চার শতক জমি ৮০ লাখ টাকায় নেওয়া হয়েছে। কোন অনিয়ম হয়নি।

পঞ্চগড় জেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আবু সাঈদ জানান,চার শতক জমি ৮০ লাখ টাকায় নেওয়া হয়েছে। এর বেশি কিছু জানি না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *