ময়মনসিংহের নিরাপত্তায় বিট পুলিশিং আলোচনা ও সিসি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি কামাল

ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীর আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিট পুলিশিং
সভার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। একই দিনে তিনি নগরীকে শান্তিপুর্ণ ও অপরাধমুক্ত রাখতে নিরাপত্ত্বা জোরধারে ১২ টি সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন।

কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (২৫শে জুন) বিকালে নাসিরাবাদ কলেজ মাঠে এবং ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে ওয়ার্ডের গন্যমান্য জনসাধারণের সহিত বিট পুলিশিং সভার মাধ্যমে ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে সকলের সহযোগী প্রত্যাশা করেন ওসি শাহ কামাল আকন্দ । এসময় তিনি জানান-প্রতিটি মহল্লায় যাতে ঈদুল আযহা উপলক্ষে শহর থেকে গ্রামে যারা যাবেন তাদের বাসায় যাতে চুরি, বা কোব ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে লক্ষে নিরাপত্তা নিশ্চিত করনে মালিকদের করনীয় সংক্রান্তেআলোচনা করা হয়। যারা শহর ছেড়ে বাড়িতে যাবেন তারা অবশ্যই পুরো বাড়িটি সিসি ক্যামেরা আওতাভুক্ত করবেন, প্রতিবেশীদের অবগত করবেন, সার্বক্ষণিক তালাবদ্ধকৃত বাসা নজরদারি রাখার বিষয়ে এলাকার সচেতন মহলকে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করা হয়। এবারের ঈদে যাতে শহরে কোন প্রকার ঘটনা না ঘটে, ঈদ পূর্ববর্তীতে নগরে যাতে কোন প্রকার অপরাধ সংঘটিত না হয় কিংবা শপিং মলে হাট বাজারে গরুর হাটে কিংবা পরিবহনে কেউ যেন অজ্ঞান পার্টির খপ্পরে কিংবা প্রতারণার স্বীকার কেউ না হয় এ সকল বিষয়ে সকল সচেতন হওয়ারও আহবান জানান ওসি শাহ কামাল আকন্দ।

উক্ত আলোচনা সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধাগণ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও ওসি কোতোয়ালী ৫ নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে জামতলা মোড়ে স্থাপিত ১২ টি সিসি ক্যামেরার কার্যক্রম উদ্বোধন করেন। এবং নগরীর গোয়ালকান্দি পূর্বপাড়া একাডেমি রোড গুলকিবাড়ি মোহাম্মদ আলী রোড পাড়া পূর্ব হেলথ অফিসার গুলি স্থাপিত ৮৫ টি সিসি ক্যামেরা পরিদর্শন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *