জিপিএফ লোন সহজিকরণে পুরস্কার পেলেন কৃষি মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ হাফিজ

আরিফ রববানী ময়মনসিংহ
জেনারেল প্রভিডেন্টড ফান্ড (জিপিএফ) লোন মঞ্জুরি সহজিকরণ করায় কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ হাফিজুর রহমানকে পুরস্কৃত করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রবিবার (২৫শে জুন) কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ হাফিজুর রহমানকে কৃষিমন্ত্রী ও কৃষি সচিব ওয়াহিদা আক্তার এই পুরস্কার প্রদান করেন।

সুত্র জানায়-কৃষি মন্ত্রণালয়ের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা ২০২২-২৩’র আওতায় সেবা সহজিকরণ/ডিজিটাইজেশনের মাধ্যমে জেনারেল প্রভিডেন্টড ফান্ড (জিপিএফ) লোন মঞ্জুরি সহজিকরণ বাস্তবায়নে উদ্যোগী ভূমিকা পালন করায় তিনি এই পুরস্কার পেয়েছেন।

এ সময়ে কৃষি মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ও অন্যান্য দপ্তরসংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। শেখ হাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৯ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি এর আগে ময়মনসিংহের সদর উপজেলা নির্বাহী অফিসার ও
এয়ারপোর্ট ম্যাজিস্টেট হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

জেনারেল প্রভিডেন্টড ফান্ড (জিপিএফ) লোন মঞ্জুরি সহজিকরণ বাস্তবায়নের ফলে কর্মকর্তা/কর্মচারীদের লোন প্রাপ্তি আগের চেয়েও সহজতর হয়েছে। জিপিএফ লোন মঞ্জুরি সহজিকরণে সময় ও বারবার অফিসে আসা-যাওয়ায় পরিমাণ কমে এসেছে।

উল্লেখ্য, আগে জিপিএফ লোন মঞ্জুরি পেতে ১৮টি ধাপ পেরিয়ে কাজটি করতে হতো যেখানে বর্তমানে ৮টি ধাপেই কাজটি সম্পন্ন করা যায়। অপরদিকে, লোন মঞ্জুরিটি সম্পন্ন করতে ৫ দিন সময় লাগলেও বর্তমানে তা ২ দিনে করা সম্ভব হচ্ছে। জেনারেল প্রভিডেন্টড ফান্ড (জিপিএফ) লোন মঞ্জুরির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ১০ জনবলের সম্পৃক্ততা থাকলেও বর্তমানে তা ৬ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হচ্ছে।

এ সহজিকরণ প্রক্রিয়ার আওতায় জিপিএফ মঞ্জুরিটি সম্পূর্ণরুপে অনলাইনে সেবা সম্ভব হচ্ছে। এ উদ্যোগ অনুকরণীয় ও উৎসাহব্যঞ্জক। এই উদ্ভাবনী ও সৃষ্টিশীল কাজের জন্য অন্যরা উদ্বুদ্ধ হবে এবং আরও বেশি উৎসাহিত হবে।

জিপিএফ লোন সহজিকরণে পুরস্কার প্রাপ্ত সহকারী সচিব শেখ হাফিজুর রহমান এয়ারপোর্ট ম্যাজিস্টেট থাকার সময় দুবাই এয়ারপোর্টে ১০৪ জন আটকে পড়া যাত্রীদের ঢাকায় ফেরত এনে ফ্লাই দুবাই এয়ার লাইন্সকে জরিমান করে বেশ আলোচিত হয়েছিলেন। তাছাড়া ময়মনসিংহের সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে একজন মুমুর্ষু রোগীকে করোনাকালীন সময়ে নিজ অফিসে বসে রক্ত দান করে দেশব্যাপী ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *