ঈদ উপলক্ষে হাসনাবাদ ইউপিতে ভিজিএফ চাল বিতরণ

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
রোববার (২৫জুন) ১০টায় হাসনাবাদ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০কেজি করে ৫হাজার ৩৪৯জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান সরকার ও ইউপি সদস্য-সদস্যাবৃন্দ এবং ট্রাক অফিসার নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন। অন্যানের মধ্য উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হরেন্দ্র নাথ বর্মন বাবু ও ইউপি সদস্য আব্দুল্লাহ আল-মতি, ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এবং স্থানীয় সুধীবৃন্দ।

হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুজ্জামান সরকার বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। কোনো মানুষ অভাব-অনটনে থাক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা চায় না। প্রত্যেক অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে দশ কেজি চাল বিতরণ করা হচ্ছে। আশা করছি সকলে সুন্দরভাবে ঈদ পালন করতে পারবে ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *