নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক পিকনিক

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

নলছিটি প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন শনিবার সকাল থেকে নলছিটির দপদপিয়া ইউনিয়নের এডভেঞ্চার এগ্রো রিপোর্টে এ পিকনিকের আয়োজন করা হয়। নলছিটির বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৪০ জন সংবাদ কর্মীরা এতে অংশ গ্রহণ করেন। সকাল থেকেই নানান আয়োজনে কাটতে থাকে আনন্দঘন সময়। মধ্যাহ্ন ভোজে সংবাদ কর্মীদের সাথে যুক্ত হন নলছিটি থানার অফিসার ইনচার্জ মু; আতাউর রহমান, ঝালকাঠি জেলা ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহম্মদ তৌহীদ, যুব উন্নয়ন অফিসার মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার, দপদপিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহম্মদ সোহরাব হোসেন (বাবুল মৃধা),ইউপি সদস্য নিপা আক্তার প্রমুখ। বিকেলে রিপোর্টে সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলছিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ এনায়েত করিম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস।
বক্তারা এডভেঞ্চার এগ্রো রিসোর্টের সত্তাধিকারী মোঃ নিজাম উদ্দিনকে (সিআইপি) রিসোর্ট ব্যবহার করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষে পিকনিকে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে লটারির বিজয়ী ১৫ জনকে পুরস্কার প্রদান করেন ইউনিয়ন পরিষদের সদস্য নিপা আক্তার ও মোঃ সোহাগ মীর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *