৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল সুন্দরগঞ্জ আওয়ামীলীগ

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখা ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে পূনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনায় সভায় যোগ দেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লেবু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আশেকুজ্জামান প্রামানিক তুহিন প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামীললীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদের জন্য দোয়া ও কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *