শ্রেণী কক্ষেই গায়ে হলুদ হলো গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থী সাদিয়ার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিয়ের আগে গায়ে হলুদ বাঙ্গালীর ঐতিহ্যের একটি অংশ। গায়ে হলুদের অনুষ্ঠান দুই পক্ষের সম্মতিতে পারিবারিকভাবেই সম্পন্ন হয়। তবে সেটা যদি বিশ্ববিদ্যালয়ের নিজ ক্লাশ রুমে হয়ে থাকে তার আনন্দ বেড়ে যায় দ্বিগুন।

আর ব্যতিক্রমী এমন গায়ে হরুদের ঘটনা ঘটেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২১ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার মীমের হলুদ সন্ধ্যার আয়োজন করে তার সহপাঠীরা।

এদিন বিকাল ৫ টা থেকেই এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের করিডরে জড়ো হতে থাকে মীমের সহপাঠীরা। একাডেমিক ভবনের ১১৫ নং রুমে নিজ ক্লাসরুমে সহপাঠীরা মুহূর্তেই তৈরি করে ফেলে গায়ে হলুদের মঞ্চ।

চিরাচরিত গায়ে হলুদের নিয়মের মতোই প্রকৃতির আশির্বাদ বলে বিবেচিত কাঁচা হলুদ মাখিয়ে সম্পূর্ণ করা হয় সকল আনুষ্ঠানিকতা। হলুদ সন্ধ্যায় মীমের বিভাগের বন্ধু বান্ধবী, সিনিয়রসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় দেখা যায় মীমের বন্ধুরা আলতো করে হলুদ লাগিয়ে দিচ্ছেন, কেউ গান গাইছেন, আবার কেউবা বিভিন্ন গানের তালে তালে নাচছেন। সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় মীমের ক্লাসরুমে।

জানাগেছে, সাদিয়া আক্তার মীমের বাসা বগুড়া জেলায়। আগামী ২ জুলাই পারিবারিকভাবে জয়পুরহাট জেলার সাজেদ সাজুর সাথে বিয়ে হচ্ছে তার। মীমের বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে নিজ বিভাগেই গায়ে হলুদের আয়োজন করেছেন তার বন্ধুরা।

ক্যাম্পাসে ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে মীমের সহপাঠীরা বলেন, আমাদের পরীক্ষায় ব্যস্ততার মধ্যেই হটাৎ এই আয়োজন। আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা ক্লাসরুমেই হলুদ সন্ধ্যার আয়োজন করেছি। ইদের ছুটিতে আমরা মীমের বিয়েতে উপস্থিত থাকতে পারবো না এজন্য মীমের প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন।

এই আয়োজন সম্পর্কে সাদিয়া আক্তার মীম বলেন, “আমার বন্ধুরা আমার জন্য এতো সুন্দর আয়োজন করবে এটা আমি কখনোই ভাবতেই পারিনি। এই বিভাগে ভর্তি হয়েছি মাত্র তিন মাস হয়েছে, এরমধ্যেই আমার বন্ধুরা আমাকে এমন একটা সুন্দর মুহূর্ত উপহার দিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ ও অনেক বেশি আনন্দিত।” #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *