পূবাইলে আওয়ামীলীগ নেতার উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

রবিউল আলম,
পূবাইল গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানার ৪০ নং ওয়ার্ডের তেলিনগর গ্রাম আওয়ামী লীগের সভাপতি ও ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক সদস্য মিজানুর রহমান এর উপর অতর্কিত হামলার সুষ্ঠু বিচার এবং পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ড্রিম ফাউন্ডেশন আলোকবর্তিকা মানবকল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে ও এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদ আহমেদ ওরফে হরমুজ মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে এলাকায় নানা প্রকার নিয়মবহির্ভূত খারাপ কাজের সাথে জড়িত। প্রসঙ্গত ১৫ জুন সন্ধ্যায় সিরাজ গাজীর বাড়ির সামনে পাকা রাস্তার উপর শশুরের ওয়ারিশের জমি সংক্রান্ত জেরে গ্রাম আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে গতি রোধ করে মিজানুর রহমানের দুই পায়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফরিদ আহমেদ ও তার ছেলেরা। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে পারভেজ ৪জনকে আসামি করে পুবাইল থানায় একটি মামলা দায়ের করেন। পারভেজ বলেন,একজন মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ওরফে হরমুজ এর নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে আমরা তেলি নগরবাসী অতিষ্ঠ। নিকটস্থ থানা ও স্থানীয় কাউন্সিলর বরাবর একাধিকবার অভিযোগ করেও তার নিকট হতে কোন সুরাহা পাওয়া যায়নি।এ থেকে আমরা তেলি নগরবাসী পরিত্রাণ চাই। ইতিমধ্যে এ বিষয়ে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বরাবর একটি লিখিত আবেদন করেছি। ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ বলেন, মুক্তিযোদ্ধা ফরিদ একজন খারাপ প্রকৃতির লোক। একাধিক মামলার আসামি সে, মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে তিনি তেলিনগর গ্রাম এলাকার মানুষকে দীর্ঘদিনধরে নানাভাবে হয়রানি করে আসছে। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে চারজনকে আসামি করে পূবাইল থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *