হাতীবান্ধায় অটো ফেনসিডিলসহ ১জন গ্রেফতার

মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার দোয়ানী পিত্তিফাটা মৌজায় বিশেষ অভিযান চালিয়ে অটো ও মাদকদ্রব্য ফেনসিডিলসহ একজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ ক্যাম্পের জিডি।

লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন অর্ন্তগত দোয়ানী পিত্তিফাটা মৌজাস্থ দোয়ানী তিস্তা ব্যারেজের মেইন গেইটের ১নং পুলিশ সেন্ট্রি পোষ্টে যানবাহন চেকিং ডিউটি করাকালে দুলু মিয়া (৩২), এর চালিত নীল রংয়ের পুরাতন ব্যবহারি ব্যাটারী চালিত অটোইজি বাইক তল্লাশী করিয়া অটোইজি বাইকের পিছনের সিটের নিচে ব্যাটারীর সাইডের বক্সের ভিতর অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৪০ (চল্লিশ) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ও আসামীর পরিহিত ফুল প্যান্টের বাম সাইডের পকেট হইতে একটি SYMPHONY BL99 মডেলের বাটন মোবাইল ফোনসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসাসী হলেন দুলু মিয়া (৩২) পিতা মৃতঃ আঃ রহিম,সাং-মধ্য গড্ডিমারী, ৭নং ওয়ার্ড, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানার মামলা হয়। মামলা নং ২৯, ধারা-২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৩(খ)/৩৬(১) সারণির ১৩(খ )/৩৮/৪১ ধারা রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহা আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানার দোয়ানী পিত্তিফাটা মৌজায় বিশেষ অভিযান চালিয়ে অটো ও মাদকদ্রব্য ফেনসিডিল সহ একজন কে গ্রেফতার করেন হাতীবান্ধা থানার দোয়ানী পুলিশ ক্যাম্পের জিডি।

হাসমত উল্ল্যাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *