সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখা অফিসে সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু রেজা তালুকদার, গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার আসহাব উদ্দিন আহম্মদ চৌধুরী, জোনাল অডিট অফিসার আবু জাফর মো. মাইনুল ইসলাম,এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন গ্রামীণ ব্যাংক সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক রাম চন্দ্র দাস।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Leave a Reply