ভুল চিকিৎসার পর গর্ভের সন্তানের মৃত্যু

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন পুশ করার পরে গর্ভের সন্তান মারা গেছে। এমন অভিযোগ এনে সিভিল সার্জনের কাছে ডাক্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গর্ভবর্তী নারীর দেবর।

ভুক্তভোগী হচ্ছেন দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ তিস্তাপাড়া এলাকার বাসিন্দা ও প্রবাসী বাবলার স্ত্রী নাম তাসমিন আক্তার।

অভিযোগে বলা হয়েছে, তাসমিন আক্তারকে চেকাপ করার জন্য গত ১৪ জুন দেবীগঞ্জে হিউম্যান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। সেখানে ডা.হাসনাত তানজিলের পরামর্শে আল্ট্রাসনোগ্রাম করা হয়। রিপোর্ট দেখে ডা. হাসনাত জানান, গর্ভে একটি বাচ্চা রয়েছে। কোনো সমস্যা নেই। এ সময় তিনি কিছু ঔষুধ সেবনসহ এইচপিসি ডিএস ৫০০এমজি নামের একটি ইনজেকশন পুশের পরামর্শ দেন। ইনজেকশনটি পুশ করার কিছুক্ষণ পর থেকেই ভুক্তভোগীর যৌনাঙ্গ দিয়ে রক্ত ও পানি ঝরতে থাকে। বিষয়টি হাসনাত তানজিলাকে জানানো হয়। তিনি ঔষুধগুলো খাওয়ানোর পরামর্শ দেন ও পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন।

এদিকে রোগীর অবস্থার ক্রমানবতি ঘটতে থাকায় শুক্রবার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান চিকিৎসক আল্ট্রাসনোগ্রাম করে বলেন, পেটে দুটি বাচ্চা রয়েছে। বাচ্চা দুটি পানি শূণ্যতার কারণে মারা গেছে। পরে নরমালে ডেলিভারির মাধ্যমে দুটি মৃত বাচ্চা ভূমিষ্ঠ হয়।

ডা. হাসনাত তানজিল সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন ধরেননি। হিউম্যান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক রতন চন্দ্র জানান, পেটে বাচ্চা ১ টা না দুইটা এটা ভুল হতে পারে। ভূল চিকিৎসার বিষয়টি ডাক্তার জানাবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *