নড়াইলের বিভিন্ন কোরবানির পশুরহাটে মানুষের জানমালের নিরাপত্তায় জেলা পুলিশের কন্ট্রোল রুম

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে কোরবানির পশুর হাটে পশুরহাটে মানুষের জানমালের নিরাপত্তায় জেলা পুলিশের পদক্ষেপ। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করতে নানা পদক্ষেপ নিয়েছে নড়াইল জেলা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পশুর হাটে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কোরবানির জন্য পশু ক্রয় করতে পারে তার জন্য নজরদারি বাড়াতে পুলিশ, ব্যাংক কর্মকর্তা ও ইজারাদারদের সমন্বয়ে অস্থায়ী কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এছাড়া গরু ও ছাগল সুস্থ আছে কি না তা যাচাই করার জন্য উক্ত কন্ট্রোলরুমে পশু ডাক্তার উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাল টাকার বিস্তার রোধে জাল টাকা সনাক্তকরণের মেশিন রাখা হয়েছে।
যেকোন জরুরী প্রয়োজনে পুলিশ কন্ট্রোল রুম (০১৩২০১৪৭০৯৮), থানা কিংবা ৯৯৯-এর সহযোগিতা নিতেও অনুরোধ করা হয়েছে। পশুরহাটে মানুষের জানমালের নিরাপত্তা বিধান, টাকা ছিনতাই রোধ, মলম ও অজ্ঞান পার্টির তৎপরতা নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিবির টহল টিম পালাক্রমে টহল দিবে। এছাড়া সাদা পোশাকে পুলিশ সার্বক্ষণিক নজরদারি করবে। কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো প্রকার সিন্ডিকেট বা জোর জবরদস্তি না হয় সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গরু-ছাগল নিয়ে হাটে আসা ট্রাকের নম্বর ও ড্রাইভারের নাম-পরিচয় এবং তার ছবি তুলে সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। পশু বিক্রির টাকা ছিনতাই প্রতিরোধে প্রতিটি থানায় মানি এসকর্ট টিম স্ট্যান্ডবাই রয়েছে। কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেজন্য নড়াইল জেলা পুলিশ সর্বদা সতর্ক রয়েছে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *