কুড়িগ্রাম প্রতিনিধি:
গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোনের উদ্দোগে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, উলিপুর, রাজারহাট ও কুড়িগ্রাম সদর এরিয়ার গ্রামীণ ব্যাংকের ৪৬টি ব্রাঞ্চের সদস্যদের মাঝে চলতি বছর মে থেকে সেপ্টেম্বর মাসে ৫০লাখ গাছের চারার মধ্যে (২০জুন) মঙ্গলবার অনুষ্ঠানিকভাবে ৫লাখ ৫০হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। নাগেশ্বরীর কাছারী পায়রাডাঙ্গা গ্রামে গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুল হালিম সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম যোনাল অডিট অফিসের অডিট অফিসার প্রদ্যুৎ কুমার বিশ্বাস ও গ্রামীণ ব্যাংকের নাগেশ্বরী এরিয়ার এরিয়া ম্যানেজার আবু বকর সিদ্দিকী ও নাগেশ্বরী শাখার শাখা ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংক কুড়িগ্রাম যোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুল হালিম ও কুড়িগ্রাম যোনাল অডিট অফিসের অডিট অফিসার প্রদ্যুৎ কুমার বিশ্বাস। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক যোনাল অফিস কুড়িগ্রামের ৪৬টি ব্রাঞ্চের সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
Leave a Reply