এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বালুবোঝাই অবৈধ হ্যারো গাড়ীর ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। নিহত মো.মাজেদুল প্রামানিক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সাতপাকিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। সে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। সুজানগর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দীন জানান, মাজেদুল তার এক স্বজনের সাথে মোটরসাইকেলযোগে সুজানগর হয়ে কাজিরহাট দিয়ে ফেরি পার হয়ে ঢাকায় যাচ্ছিলেন। রবিবার সকাল আটটার দিকে ঢাকা যাওয়ার পথে তাদের মোটরসাইকেলটি সুজানগর পৌরসভার বান্নাইপাড়া নামক স্থানে পৌঁছে। এ সময় বালুবোঝাই হ্যারো গাড়ী মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় স্থানীয়রা আহত মোটরসাইকেল চালক মিঠুন প্রামানিককে হাসপাতালে নিয়ে যান। আহত মিঠুন প্রামানিক পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর বলরামপুর গ্রামের মো.নুরুল ইসলামের ছেলে। পুলিশ হ্যারো গাড়ীটি জব্দ করলেও হ্যারোগাড়ীর চালক পালিয়ে যায়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি
Leave a Reply