পাগীযসপ পটিয়া সম্মেলন সম্পন্ন

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:

শুক্রবার পটিয়ায় চক্রশালা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম প্রাঙ্গণে পাঞ্চজন্য গীতাপাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ পটিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনের মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও মহান আশির্বাদক ছিলেন শ্রীমৎ স্বামী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ স্বামী রণনাথ ব্রহ্মচারী মহারাজ, উদ্বোধক ছিলেন পাগীযসপ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা শ্রী স্বদেশ চক্রবর্তী, প্রধান অতিথি ছিলেন পাগীযসপ কেন্দ্রীয় পৃষ্ঠপোষক শ্রী মৃণাল সূত্রধর, প্রধান ধর্মীয় আলোচক পাগীযসপ কেন্দ্রীয় পৃষ্ঠপোষক শ্রী বনগোপাল চৌধুরী, বিশেষ ধর্মীয় বক্তা শ্রী উত্তম চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিন জেলার সহ সভাপতি শ্রী পুলক চৌধুরী, বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি শ্রী দেবাশীষ ধর বাপন, উপদেষ্টা শ্রী বিকাশ ধর, সাধারণ সম্পাদক এডভোকেট শ্রী সঞ্জয় দে, সমাজ কল্যান সম্পাদক শ্রী প্রদীপ বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী জুয়েল চৌধুরী,
পটিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক যদু রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী ঝুলন দত্ত, পাগীযসপ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্রী সুধামা দাশ সুজন, সহ-সভাপতি শ্রী টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী ছোটন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শ্রী সৌমেন ভট্টাচার্য, অর্থ সম্পাদক শ্রী মিশন দত্ত সপু, পণ্ডিত সুজন কান্তি আচার্য্য, সভাপতিত্ব করেন পাগীযসপ পটিয়া উপজেলার উপদেষ্টা মাষ্টার শ্রী সুমন দাশ, স্বাগত বক্তব্য রাখেন পাগীযসপ পটিয়া উপজেলার সভাপতি শ্রী শিমুল চক্রবর্তী, শুভেচ্ছা বক্তব্য রাখেন পাগীযসপ পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন বিশ্বাস টাংকু, সঞ্চালনা করেন পাগীযসপ পটিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক শ্রী প্রিয়তোষ সরকার রাসু। এছাড়া পাগীযসপ কেন্দ্রীয় ও বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং পটিয়া উপজেলার বিভিন্ন গীতাপাঠক, যন্ত্রশিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রি-বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে কেন্দ্রীয় কমিটি কর্তৃক সভাপতি শ্রী শিমুল চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি শ্রী অঞ্জন বিশ্বাস টাংকু, সাধারণ সম্পাদক শ্রী প্রিয়তোষ সরকার রাসু,
সাংগঠনিক সম্পাদক শ্রী শোভন রায়, অর্থ সম্পাদক শ্রী বাবলু রুদ্র কে আগামী ০৩ বৎসরের জন্য পটিয়া উপজেলা শাখার ০৫ জনের আংশিক কমিটি ঘোষণা করেন।
আগামী ১৫ দিনের মধ্যে ৪১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *