পঞ্চগড়ে স্কিলস কম্পিটিশন

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে চলতি বছরের কারিগরি বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কিলস কম্পিটিশন হয়েছে। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিজয়ীরা পরবর্তীতে রংপুরে আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

এদিকে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল ইসলাম, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল হালীম,চেম্বার অব কমার্সের সদস্য জুনায়েদ হোসেন আজাদ, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর লূৎফর রহমান প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *