নতুন পোষাকসহ বিভিন্ন সরঞ্জাম পেল সুজানগরের ৯৮ জন গ্রাম পুলিশ

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার ৯৮ জন গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদারদের) মাঝে নতুন পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম বলেন, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নতুন পোষাকসহ বিভিন্ন সঞ্জামাদি পাওয়ায় তাদের কাজের গতি বাড়বে ও যথাযথ দায়িত্ব পালনে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে। এ সময় তিনি আরও বলেন গ্রাম পুলিশ একদম তৃণমূল পর্যায়ে কাজ করে থাকে। গ্রাম পুলিশের দায়িত্ব গ্রামের কোথায় কি ঘটছে এবং মাদক ক্রয় বিক্রয়কারী ও সেবনকারীদের নামের তালিকা প্রস্তুত করে প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া। তাই গ্রাম পুলিশকে আরও কঠোর ও নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি। গ্রাম পুলিশ সদস্য (দফাদার ও মহল্লাদারদের) মাঝে নতুন পোষাকসহ বিভিন্ন সরঞ্জামাদি বিতরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সরকারের পক্ষ থেকে নতুন পোষাকসহ অন্যান্য সরঞ্জামাদি পেয়ে খুশি গ্রাম পুলিশ সদস্যরা। তারা জানান, আমরা সরকারের দেওয়া দায়িত্ব পালনের জন্য গ্রামের পথে পথে দিনরাত ছুটে থাকি। তাই নতুন পোষাকসহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়ায় খুব ভালো লাগছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *