সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন ও বাংলা২৪নিউজ ডটকম এর প্রতিনিধি গোলাম রব্বানি নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭জুন) সকাল সাড়ে ১০ টায় মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার উদ্দ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও ডেসটিনি পত্রিকার প্রতিনিধি এইচ এম মাসুম এর সঞ্চালনায় বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা ও আরটিভির জেলা প্রতিনিধি সেলিম ফরাজী, ও মাদারীপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ডিবিসির জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিয়া সেন্টার এর সভাপতি এস এম আরাফাত হাসান, বিটিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগ, মোহনা টিভির সাংবাদিক আরিফুর রহমান, প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু , বাংলা টিভির এস এম তানভীর, সি এন এন বাংলা টিভির এস এম আজাহার, আজকালের খবর জেলা প্রতিনিধি আরিফুর রহমান,দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি লিখন মুন্সী, বাংলাদেশের আলোর হেমায়েত হোসেন খান, আজকের সংবাদ শাহিদ খন্দকার, কাজল খান, মোঃ জসিম মিয়া, নাসির উদ্দিন তালুকদার নাহিদ, সুমন মোল্লা, দূর্জয় আব্বাস প্রমূখ।

মানববন্ধননে বক্তারা বলেন, সাংবাদিকরা হত্যা ও নির্যাতনের শিকার হলে তার কোনো বিচার হয় না। সাংবাদিক সাগর, রুনি, মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমানসহ সারা দেশে অসংখ্য সাংবাদিক হত্যা-নির্যাতন-নিপীড়নের শিকার হলেও তার বিচার আজ পর্যন্ত হয়নি। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। এ সময় জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে পিটিয়ে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। নাদিমের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। অনথায় কঠোর কর্মসূচি পালন করবেন সাংবাদিক মহল।

আরিফুর রহমান মাদারীপুর জেলা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *