পাইকগাছায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঘৌড় দৌড় অনুষ্ঠিত

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
খুলনার পাইকগাছায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মালত গ্রামে অবস্থিত হাজার হাজার নারী পুরুষ এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। দেশের বিভিন্ন অ ল থেকে ছয়টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামবাসীর আয়োজনে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুক আহম্মেদ লাকি, ছকিনা বেগম, যুবলীগনেতা ফারুক হোসেন,মৃগাঙ্গ বিশ্বাস, যুব মহিলালীগের রেবেকা খাতুন, তাতীলীগের শেখ ফরহাদুজামান, লিটন সরদার, ইমন আহম্মেদ , মোঃ মিজানুর রহমান, মোমিন সরদার, আমিনুর গাজী, সাইদ গাজী, শফি গাজী, মফিজুল ইসলাম ও আবু ইসহাক।
ঘৌড় দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকার নবীনগর থেকে আগত সাঈদ হোসেনের সোনার হরিণ নামক ঘোড়া। দ্বিতীয় স্থান লাভ করেন নড়াইল থেকে আগত পাভেল মরিয়ম নামক ঘোড়া এবং তৃতীয় স্থান লাভ করেন হান্নান গাজী ও ইয়াসিনের ঘোড়া।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *