পটিয়ায় ধলঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন সম্পন্ন

মহিউদ্দীন চৌধুরী, ষ্টাফ রিপোর্টার:
“আগামী নির্বাচনকে ঘিরে দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবিলা করতে গেলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কোন বিতর্কিত ব্যক্তিকে সংগঠনে রাখা যাবে না, রাজনীতিতে যাদের শ্রম আছে তাদেরকেই নেতৃত্বে আনতে হবে।”
শুক্রবার(১৬জুন) বিকালে ধলঘাট ইউনিয়ন পরিষদের মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হুইপ সামশুল হক চৌধুরী ভার্চুয়াল বক্তব্যে এই কথা গুলো বলেন।
অনুষ্ঠানের শুরতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির উপ পাট ও বস্ত্রবিষয়ক সম্পাদক তারেক মোহাম্মদ চৌধুরী পাপ্পু।
পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম হাশেম চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম টিপু, নাট্য বিষয়ক সম্পাদক শফিউল আজম, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম,প্রবোধ রায় চন্দন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাগর কান্তি দে, আ.লীগ নেতা সাইফুল আলম,সমীর চৌধুরী বুলু, ফরিদুল ইসলাম, শাহনেওয়াজ তালুকদার,সমীরন নাথ,নিহার চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন আরিফ উদ্দিন বাবু,এস এম ফারুক, কফিল উদ্দিন, নয়ন শর্মা,শুভ দে, মোঃআনিস, নুর কাশেম, সাইদুল হাসান রুবেল,,রিংকি দেব, দেবব্রত বড়ুয়া, মিলকি চৌধুরী প্রমুখ।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে মনজুর মোরশেদকে সভাপতি এবং সুবল আচার্য্যকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *