নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজন বৃহস্পতিবার (১৫জুন) বিকেলে মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান,, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম, গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসিদুল গনি মাসুদ, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু প্রমুখ।
উদ্বোধনী খেলায় পরস্পর মোকাবেলা করে গোদাগাড়ী পৌরসভা বনাম মাটিকাটা ইউনিয়ন।
নির্ধারিত ৫০ মিনিটের খেলায় প্রথমার্ধে গোদাগাড়ী পৌরসভাকে ১ গোল দিয়ে এগিয়ে থাকে মাটিকাটা ইউনিয়ন।
দ্বিতীয়ার্ধে আক্রমনাত্মক ভঙ্গিতে খেলে মাটিকাটা ইউনিয়নকে ১ গোল দিয়ে খেলায় সমতা আনে গোদাগাড়ী পৌরসভা।
খেলায় ট্রাইবেকারে ৪-৩ গোলে মাটিকাটা ইউনিয়নকে পরাজিত করে উদ্বোধনী খেলায় বিজয়ী হয় গোদাগাড়ী পৌরসভা।
সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোদাগাড়ী পৌরসভা দলের ১০ নম্বর জার্সি পরিহত সাজিত আলী।
মোঃ হায়দার আলী
রাজশাহী।

Leave a Reply