রক্সী খান মাগুরা প্রতিনিধি :
মাগুরায় প্রচন্ড গরমে খেটে খাওয়া মানুষ,পথচারী ও জনসাধারণকে একটু স্বস্তি দিতে হাতপাখা, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ‘এক পেট আহার অতঃপর হাসি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তীব্র তাপদাহে শহরে খেটে খাওয়া প্রায় ৩শ মানুষের হাতে হাতপাখা, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি তুলে দেন ‘এক পেট আহার অতঃপর হাসি’ এর আজীবন উপদেষ্টা মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ। এ সময় প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ মানুষের ভীড় লক্ষ্য করা যায়।
এসময় সংগঠনের নির্বাহী পরিচালক সোহেল সবুজ জানান, মাগুরায় তীব্র দাবদাহে শহরের ভ্যানচালক, রিকশা চালক ও শ্রমিক ভাইদের শারীরিক সুস্থ্যতার বিষয়টি মাথায় রেখে এসব খাদ্য সামগ্রী ও হাত পাখা বিতরন করা হচ্ছে।
রক্সী খান,মাগুরা।

Leave a Reply