ময়মনসিংহ জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর কর্মসূচি সম্পন্ন

ষ্টাফ রিপোর্টারঃ
কর্মক্ষেত্রে জবাবদিহিতা, স্বচ্ছতা, কর্মদক্ষতা বৃদ্ধি, সু-শাসন নিশ্চিত করে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলার সকল অফিসার ইনচার্জদের সাথে আগামী ১ বছরের কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement APA)
স্বাক্ষর করেন য়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মেদ ভূঞা পিপিএম।

বুধবার (১৪ই জুন) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ জেলা পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরের এই চুক্তি সম্পন্ন হয়।

প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।

এসময় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দসহ বিভিন্ন থানার ওসি, ওসি তদন্ত এবং নির্বাহী দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *