ষ্টাফ রিপোর্টারঃ
মজবুত হবে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এ প্রতিপাদ্য কে সামনে রেখে পুষ্টিকর খাবার বিতরণ, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ময়মনসিংহ সদরে
জাতীয় পুষ্টি সপ্তাহ এর সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১৪ জুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহদী হাসান খান,কৃষি সম্প্রসান কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার নারায়ন চন্দ্র দাস,প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন,সমাজ সেবা অফিসার (অঃ দাঃ) ফাতেমা ইসলাম, উপজেলা মেডিকেল আফসার, ডাঃ তাজরিন শামস খান,ডাঃ তাবান্নুম মাহবুবা,মিঠুন কুমার সরকার,সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ মাহবুব হোসেন। সভায় আলোচনার বিষয় ছিল খাদ্য নিরাপত্তা,নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার, সকল কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
Leave a Reply