দোয়ারাবাজারে আদালতের রায়ে দখলদার গুড়িয়ে দেওয়ার পর ফের দখল বসতভিটা

হারুন অর রশিদ,
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে আদালতের রায়ে অবৈধ তিন দখলদারের বসত ঘর গুড়িয়ে দেওয়ার পর ফের দখলে নিয়েছে বসতভিটা। গত ৬ মে শনিবার জেলা ও দায়রাজজের নাজির কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলা সদরের মুরাদপুর গ্রামে সহকারী জজ আদালত দোয়ারাবাজার এর ডিক্রির প্রেক্ষিতে জেলা ও দায়রাজজের স্বত্ত মোকদ্দমার আদেশে গুড়িয়ে দেওয়া হয় অবৈধ দখলদারদের বসত ঘর। এরপর ফের দখলে নিয়ে যায় অবৈধ দখলদারেরা।

জানা যায়, উপজেলা সদরের মুরাদপুর গ্রামের সামছুন নাহার (ফুলচেরা)২০০১ সালে রেকর্ডীয় মালিক সিতার উদ্দিনের নিকট সাফকাবলা দলিলে ৩৫ শতক ভুমি ক্রয় করেন। এর মধ্যে ৬৩২/১ দাগের ৯ শতক বসত ভিটে জবর দখল করে বাড়িঘর নির্মাণ করেন মাঝেরগাঁও গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র আঞ্জব আলী, বাদশাহ মিয়ার পুত্র হেলাল মিয়াসহ আরও কয়েকজন। মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত বাদী সমাছুন নাহারেরর পক্ষে ডিক্রি জারি করেন।

সামছুন নাহার ( ফুলচেরা) বলেন, মুরাদপুর গ্রামের আঞ্জব আলী, হেলাল, ফারুম মিয়াসহ দখলদাররা আমার ভূমিতে অবৈধভাবে দখল করে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি আদালতের স্মরানাপন্ন হলে বিজ্ঞ আদালত আমার পক্ষে ডিক্রিজারি করেন। আদালত অবৈধ দখলদারদের ঘর গুড়িয়ে দিলে আবার তারা দখলে নিয়েছে। এখন ওই জায়গায় গেলে দখলদারেরা মারধর করার হুমকি ধমকি দেয়। তারা আদালতের রায় উপেক্ষা করে আমার ভিটা দখলে নিয়েছে। আমি এর প্রতিকার চাই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *