আগামী ১৮ জুন গোপালগঞ্জে প্রায় ২ লক্ষ শিশুকে খাওয়ানোর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে আগামী ১৮ জুন গোপালগঞ্জে ৫ বছরর নিচ বয়সের ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন অফিস এ আলোচনা সভার আয়োজন করে।

অাজ বুধবার (১৪ জুন) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কায্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে জেলার সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাকিবুর রহমান, ডা: সাদ মাহমুদ জয়, ডা: দিবাকর রায়, পরিসংখ্যানবিদ মো: মনিরুল ইসলাম. সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, প্রসূন মন্ডল বক্তব্য রাখেন।

সভায় সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৮ জুন জেলার ৫ বছরের নিচের বয়সের ১ লক্ষ ৯০ হাজার ৩১৩ জন শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ০৬-১১ মাস বয়সের ২৭ হাজার ৩৩৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লক্ষ ৬২ হাজার ৯৭৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ক্যাম্পেইন সফল করার জন্য ৬৯ টি ইউনিয়ন, ২০৭টি ওয়ার্ড এবং ১৫টি পৌর ওয়ার্ডের জন্য ১ হাজার ৭১৬টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৬৩৯ জন মাঠ কর্মী ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবীরা এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *