May 11, 2025, 9:06 pm
মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় :
তেতুলিয়া মহাসড়কে কোন ক্রমেই মৃত্যুর মিছিল বন্ধ হচ্ছে না কে দেখবে যে সন্তান হারাচ্ছে সেই জানে এযে কত যন্ত্রণা সরো জমিনে গিয়ে দেখা যায় রাস্তার বেহাল দশা ক্ষতবিক্ষত রাস্তা কিছুদিন আগেও রাস্তাটি ভালো ছিল কিন্তু সংস্কার করতে গিয়ে হিতে বিপরীত রাস্তার উপরে বালির ব্যবসা কেউবা মড়িচ শুকাচ্ছে খরকুটো শুকাত দেখা যাচ্ছে ছবি তুলতে গেলে দুই ৩ জন বাধা দিতে আসে তাও আমরা থেমে থাকে নি। সড়ক দুর্ঘটনার ব্যাপারে হাইওয়ে পুলিশে দায় এরাতে পারে না এ বিষয়ে উপজেলা প্রশাসন ও কিছুটা নীরব।
আর কত আর কত বাবা মায়ের ছেলে সন্তান ভাই হারালে উপজেলা প্রশাসন সরব হবে এটাই দেখার বিষয় বলে মন্তব্য করেন স্থানীয়রা সেই পর্যন্ত ভালো থাকুন।
পঞ্চগড় জেলা হতে মোহাম্মদ বাবুল হোসেন