সুন্দরবন থেকে পাচারকালে ১৬০কেজি জবাইকৃত হরিণের মাংস উদ্ধার

অমল তালুকদার, পাথরঘাটা(বরগুনা)থেকে: ১১ জুন রবিবার রাতে পুলিশের অভিযানে একটি মাছধরা ট্রলার সহ ৪বস্তা হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোঃ শহিদুল ইসলাম সরদার।

বরগুনার পাথরঘাটা চরদুয়ানী নৌ-পুলিশের চলমান সমুদ্রে ৬৫ দিনের মাছধরা নিষেধাজ্ঞার টহলকালে এই মাংসগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন শহিদুল ইসলাম সরদার ।

খোজ নিয়ে জানাগেছে, রবিবার রাত অড়াইটার দিকে সুন্দরবন থেকে মাছধরা ট্রলারযোগে পাচারকালে ৪টি বস্তাবন্দী অবস্থায় ১৬০ কেজি জবাইকৃত হরিণের মাংসসহ একটি মাছধরা ট্রলার বলেশ্বর নদের চরদুয়ানী শাখা খালের গোড়ায় জাহাঙ্গীর মেম্বরের কয়লার ঘাটে নোঙড় করে। এসময় পাচারকারীরা চরদুয়ানী ফাঁড়ির টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ট্রলারে মাছধরা জালের ভেতরে লুকানো অবস্থায় হরিণের মাংসগুলো জব্দ করে।

ধারণা করা হচ্ছে ওই স্থান থেকে সড়কপথে মাংসগুলো ভোর হওয়ার আগেই তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য মজুদ করা হয়েছিল।

এরিপোর্ট তৈরিকালে উদ্ধারকৃত মাংস এবং ট্রলারটির আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধিন ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *