March 15, 2025, 2:52 am
মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে ১১ জুন রোজ রোববার বিকেল ৩ ঘটিকার সময় জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাাখার আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আনুষ্ঠানিক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও যুগ্ম- সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি , প্রধান বক্তা সুজিত রায় নন্দী, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, উদ্বোধক- আসাদুজ্জামান নুর, সংসদ সদস্য নীলফামারী- ২ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক -সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, এ্যাড. সফুরা বেগম রুমি, সাবেক, সংসদ সদস্য ও কার্যনির্বাহী সদস্য- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি নীলফামারী- ১ ও সভাপতি -বাংলাদেশ আওয়ামী লীগ ডিমলা উপজেলা শাখা, সভাপতিত্ব করেন দেওয়ান কামাল আহমেদ, সভাপতি- বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখা ও মেয়র- নীলফামারী পৌরসভা, সঞ্চালনায়ঃ এ্যাড. মমতাজুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখা ও জেলা পরিষদ চেয়ারম্যান নীলফামারী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক এমপি নীলফামারী -৩ ও সভাপতি- বাংলাদেশ আওয়ামী লীগ জলঢাকা উপজেলা শাখা এবং আবু সাঈদ শামীম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ জলঢাকা উপজেলা শাখা এবং জেলার সকল উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।