কেশবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কেশবপুর প্রতিনিধিঃ ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্োরর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ১২জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ার চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহা. আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, পল্লি উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমিসহ হাসপাতালের চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন। সভায় গর্ভবতী নারী, দুগ্ধদানকারী মা, শিশু, কিশোরী ও বয়স্কদের পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়েছে।

মোঃ জাকির হোসেন কেশবপুর ,যশোর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *