ঠাকুরগায়ের পীরগঞ্জে বাল্য বিয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে হুমকি

গীতি গমন,

স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁয়ে পীরগঞ্জে শনিবার ১০ নং জাবুর হাট ইউনিয়নের রনশিয়া গ্রামে বাল্য বিয়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইটি মোবাইল ফোন থেকে সাংবাদিক কে হুমকি প্রদান করেছে হুমকি প্রদান কারী।

জানা যায়,পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নের রনশিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তার স্ত্রী কাসমিরা বেগম তাঁর নিজ নাবালিকা কন্যা দশম শ্রেণির ছাত্রী মোছাঃ ইশরাত জাহান রিতু কে দুবাই কর্মরত বাংলাদেশী ছেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাল্য বিয়ে প্রদান করে।এ তথ্য সংগ্রহ করতে গেলে গণমাধ্যম কর্মীকে ২টি মোবাইল ফোন নাম্বারে কল দিয়ে হুমকি প্রদান করে গণমাধ্যম কর্মীকে।

ঘটনার তথ্য মতে,১০ নং জাবরহাট ইউনিয়নের দলিল কাজী দুবাই কর্মরত বাংলাদেশী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রানীশংকৈল উপজেলার সহদোর গ্রামের আবু হোসেনের ছেলে মোঃহাবিবুর রহমানের সাথে পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের রফিকুল ইসলামের ১০ শ্রেণির ছাত্রী নাবালিকা কন্যাকে ১ লাখ ১ টাকা দেন মোহর ধার্য্য করিয়া বিবাহ দিয়া নিকাহনামা করেন দলিল কাজী।

কয়েক মাস যেতেই দুবাই থেকে ছেলে বাংলাদেশে এসে বিবাহিত স্ত্রীকে ঘর সংসার করতে ঘরে তুলতে চাইলে ছাড়াছারি/ ডিভোর্স দিয়েছেন মেয়ে তথ্য সূত্রে জানা যায়।

এ তথ্য মতে মোওঃ কাজী মোঃদলিল উদ্দিন বাল্য বিয়ে প্রদান করেছেন বলে জানা যায়।এ নিয়ে উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *