মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর প্রেস ব্রিফিং করেছেন।
প্রেস ব্রিফিংয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার তিস্তা বাজার (মহিলা বাজার) নামক স্থানে হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দাবারিয়া গ্রামের রহমত আলী প্রামাণিকের ছেলে মাদক ব্যবসায়ী তারা মিয়া (৩৭) ও একই উপজেলার শেরখালি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাদক কারবারি জহুরুল ইসলাম রকেট (৩৫) কে আটক করে পুলিশ।
এনিয়ে শুক্রবার সকাল ১১ টায় সুুন্দরগঞ্জ থানা সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স করেন, গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান।
এসময় তিনি জানান, থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের তত্ত্বাবধানে এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। যখন ওই ২ জন মাদক কারবারি কালো কাপড়ের গাঁট্টি মাথায় করে পৌরশহরের দিকে আসতে থাকে। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বহনকারী কাপড়ের গাঁট্টিসহ ২ জনকেই আটক করে পুলিশ। এরপর গাঁট্টি দুটি তল্লাশী করলে ৫০ টি বিভিন্ন রংয়ের দেশীয় তাঁতের শাড়ীর ভিতরে বিশেষ কায়দায় কাগজে মোড়ানো ৩০০গ্রাম করে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার শুভ্র দেব, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, ওসি(তদন্ত) মোঃ সেরাজুল হক, এস আই, আরিফ, আলাউদ্দিন, মামুনসহ জেলা উপজেলার কর্মরত সাংবাদিকগণ।

Leave a Reply