রামপালে পৃথক অভিযানে ছাত্রলীগ নেতা আলফাজসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক আলফাজ শেখ (২৫) সহ তিন গাঁজা ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হযেছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা আলফাজ পেড়িখালী গ্রামের ইব্রাহীমের পুত্র। অপর দুইজন হলো, উপজেলার মানিকনগর গ্রামের মোস্তফিজের পুত্র শেখ নাজমুল (২৭) ও একই গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র আরিফ মোড়ল (২১)। রামপাল থানা পু্লিশের এসআই সুবীর কুমার রায় বুধবার রাত সাড়ে ৮ টার সময় পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনে অভিযান চালান। ওই সময় আলফাজ কে ২৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। একই দিন রাতে এসআই মবিন উপজেলার ফয়লা বাজারের তারিকুলের ফার্নিচারের দোকানের সামনে ফাকা রাস্তায় অভিযান অভিযান চালান। ওই সময়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়লকে আটক করেন।
পেড়িখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন জানান, ৪ বছর পূর্বে কমিটি বিলুপ্ত হওয়ার পরে সে কোন কমিটিতে নেই। একই কথা বলেন রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক শেখ সাদী। তিনি বলেন, সে দলের কেউ না। তার দায় কেউ নিবে না।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম জানান, আমি কোন মাদক কারবারী, তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোর, কিশোর গ্যাং, সন্ত্রাসীকে আমার কর্ম এলাকায় থাকতে দিবো না। উল্লেখ্য, ওসি আশরাফুল আলম গত ৩ মে রাতে রামপাল থানায় যোগদানের পর মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। গত মে মাসে ১০ টি মাদক মামলার বিপরীতে ১৪ জনকে এবং চলতি মাসের ৭ জুন পর্যন্ত ৪ টি মামলার বিপরীতে ৫ জনকে আটকসহ ৭ জনের নামে মামলা হয়েছে। সূত্র জানায় অভ্যহত অভিযানে মাদক কারবারীদের ভেতর আতঙ্ক তৈরী হয়েছে। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *