রাঙ্গাবালীর চরমোন্তাজে একটি খাল দখল মুক্ত করেছেন উপজেলা পরিষদ

রফিকুল ইসলাম ঃ
বুধবার বিকেলে স্থানীয় জনগণকে সাথে নিয়ে চরমোন্তাজ ইউনিয়নের কাশেম খার ঢোষ বদ্ধ খালটি দখল মুক্ত করেন উপজেলা চেয়ারম্যান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার জহির উদ্দিন আহমেদ খালে জাল ফেলে জনগণকে সাথে নিয়ে খালটি উন্মুক্ত ঘোষণাজ করেন, এরপর থেকেই এলাকাবাসীরা খালে মাছ ধরতে শুরু করেন, এতে এলাকাবাসীদের মাদ্ধে স্বস্তি ফিরেছে , দীর্ঘ ৩০ বছর পরে যেন প্রান ফিরে পেয়ে এই খান, ঈদের আমেজ দেখা গেছে স্থানীয়দের মাঝে ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই খালটি দখলদার দের কাছে জিম্মি থাকায় হয়রানি শিকার হয়েছেন স্থানীয় জেলে ও কৃষকরা । খালটি দখল মুক্ত হওয়ায় কৃষিতে দেখা দিবে নতুন সম্ভাবনা, কৃষকরা সেচে ব্যবহার করতে পারবে মিস্টি পানি, এখন থেকে জেলেরা খালটিতে নির্দ্বিধায় মাছ ধরতে পারবে।

এসময়, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আক্কাস ফরাজি, ইউনিয়ন শ্রমিক লিগের সভাপতি মোঃ মুছা দফাদার, ইউপি সদস্য মোঃ বেল্লাল খান, যুবলীগ নেতা মোঃ শাহালি মৃধা, জসিম ফরাজী, ইয়াকুব দফাদার, সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ খান ও লাল মিয়া হাওলাদার সহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *