মাধবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগে আটক

মাধবপুর প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার দূর্গাপুরে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে পুলিশ নরবিন্দু সরকার নামের এক বিবাহিত পুরুষকে আটক করেছে।আটক ব্যক্তির নাম নরবিন্দু সরকার।নরবিন্দু সরকার দূর্গাপুর গ্রামের শ্রীকান্ত সরকারের ছেলে।অভিযোগ সূত্রে জানা যায়,দুর্গাপুর গ্রামের শ্রীকৃষ্ণ সরকারের মেয়ে আন্দিউড়া উম্মেতুন্নেছা হাইস্কুলের দশম ওই ছাত্রীকে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা নরবিন্দু সরকার স্কুলে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।

সাড়া না পেয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকির মুখে ওই ছাত্রী সম্প্রতি স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।বিষয়টি জানাজানি হলে স্থাণীয় ওয়ার্ড মেম্বার নরোত্তম সরকার স্থাণীয় গণ্যমান্য লোকজন নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি নিস্পত্তির চেষ্টা করেও বিবাদীর অনড় মনোভাবের কারনে ব্যর্থ হন।

৫ জুন বিবাদী নরবিন্দু জোরপূর্বক শ্রীকৃষ্ণ সরকারের বাড়িতে প্রবেশ করে ওই ছাত্রীকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য পীড়াপীড়ি শুরু করে।
অন্যথায় ১০ দিনের মধ্যে ওই ছাত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করার হুমকি দিলে নিরুপায় হয়ে ওই ছাত্রীর ভাই ঝন্টু সরকার মঙ্গলবার(৬ জুন) মাধবপুর থানায় বোনকে উত্যক্ত করার অভিযোগ দিলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে নরবিন্দু সরকারকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, অভিযোগের প্রেক্ষিতে আসামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *