পাইকগাছায় শিক্ষক লাঞ্চিত ঘটনায় শিক্ষকদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছার ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কান ধরে উঠিয়ে গলাধাক্কা দিয়ে বের করে দেয়ার প্রতিবাদে সভাপতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষ। বক্তব্য রাখেন, পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি
রহিমা আক্তার সম্পা,সজ্ঞয কুমার মণ্ডল,মধু সুদন সরকার, শেখ আব্দুর রহমান, মো: শহিদুল ইসলাম, দীপংকর কুমার দত্ত, দীপক কুমার সরকার, অজ্ঞলি রানী শিল, নারায়ষ চন্দ্র শিকারী, মৃনাল কাস্তি রায়, মোহা:আমিনুর রহমান, সুধাংমু মণ্ডল, কার্তিক চন্অদ্ধির নরকার, মো; আজিজুর রহমান, মো: মহিবুল্লাহ, জালাল উদ্দিন, গৌতম কুমার ঘোষ, মো; সাঈদ মনোয়ার, পলাশ কান্তি মজুমদার প্রমুখ। অধিকাংশ প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে এসময় তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাকে সভাপতি পদ থেকে অব্যহতি না দিলে কঠোর কর্মসূচি নেয়ার ঘোষনা দেন।পরে তারা ব্যানার যোগে মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যান এবং তার সাথে সাক্ষাত করেন। আগামী রোববার স্মারক লিপি প্রদান সহ আল্টিমেটম দিবেন বলে তারা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *